লাল-সবুজের বাংলার ধারাবাহিকতা ধরে রাখতে, নৌকায় ভোট চাইলেন-এমপি নাবিল

যশোরে মুক্তিযুদ্ধের চেতনা ও লাল-সবুজের বাংলার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকবেন। উন্নয়নে কোন ভাটা পড়বে না। দেশের অর্থনীতির সকল সূচক সমানতালে এগিয়ে যাবে। তাই বিএনপি-জামায়াতের কোন গুজবে কেউ কান দেবেন না। সবাই শেখ হাসিনার উপর আস্থা ও বিশ্বাস রাখতে রাখুন।

দ্রুতই সব বৈশ্বিক সমস্যার সমাধান হবে। দেশের ভবিষ্যৎ ভাল রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের গেইটের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য বলেন, যশোরে গত ৯ বছরে ১২০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের মধ্যে রয়েছে ডিজিটাল যশোর জেলা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, ভৈরব নদী খনন, আইসিটি পার্ক, ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনসহ প্রায় দুই শতাধিক গ্রামের রাস্তা পাকাকরণ। এসব উন্নয়নের মূল কারিগর শেখ হাসিনা। তাই উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনার বিকল্প নেই।

আরো পড়ুন:
>ইবির অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী উৎসব ৪ ফেব্রুয়ারি
>সাকিব-ইফতিখারদের ঝড়ে বরিশালের রানপাহাড়

আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, ফতেপুর ইউনিয়নের শ্রম সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রউফ ও কৃষি সম্পাদক ইমারত আলী।

ফেব্রয়ারি ০৩.২০২৩ at ১৬:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর