পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর জোনের আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুর রহমান।

খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ দু”জন ডাক্তার ৪’শ জনকে চোখের চিকিৎসা সেবা দেন। এর মধ্যে ৬৫ জন কে যাচাই-বাছাই শেষে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল, শেখ আরিফুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।

আরো পড়ুন:
>শৈলকুপায় দুঃখী মাহমুদ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
>বিরামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীন-বরণ অনুষ্ঠান

ফেব্রয়ারি ০১.২০২৩ at ১৭:৫১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর