নড়াইলে দিনব্যাপি ৭ম শিশু চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত

নড়াইলে দিনব্যাপি ৭ম শিশু চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের রুপগঞ্জ বাঁধাঘাট চত্বরে উন্মুক্ত গ্যালারীতে চারুনীড় নড়াইলের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। চিত্র প্রদর্শনীর পাশাপাশি বেলা ১১টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেলে চারুনীড় নড়াইলের সভাপতি নাজমুল হাসান লিজার সভাপতিত্বে পুরস্কার বিতরণ , ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু।

আরো পড়ুন:
>তালতলী প্রেসক্লাবে বিশিষ্ট সমাজ সেবক এস এম শিহাবের মতবিনিময় সভা
>নড়াইলে “চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

ছায়ানটের সভাপতি আসলাম খান লুলু, এস এম সুলতাল শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ ,মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, চিত্রশিল্পী ডিডি মল্লিক । প্রদর্শনীতে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনের ৪৪জন শিশু অংশগ্রহন করেন।

জানুয়ারি ২৭.২০২৩ at ১৭:০৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর