ঝিনাইদহ মহেশপুর সীমান্ত থেকে ৫ লাখ টাকার রূপাসহ চোরাকারবারি গ্রেফতার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাদরতনপুর গ্রাম থেকে রূপার গহনাসহ কামাল মালিথা (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সামন্তা বিওপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সামন্তা বিওপির চাদরতনপুর এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসা কামালকে ৪ কেজি ৪৬৮ গ্রাম রূপার গহনাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৩৬ হাজার তিনশত টাকা বলেও জানান তিনি।

আরো পড়ুন:
> সাতক্ষীরায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মটরসাইকেল চালকের মৃত্যু
> ক্ষেতলালে হুইপের নির্দেশে বেজার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

গহনাগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি। আটককৃত কামাল মালিথার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

জানুয়ারি ১৪, ২০২৩ at ২০:১৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস