ক্ষেতলালে হুইপের নির্দেশে বেজার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেজার আশ্রয়ণ প্রকল্প উন্নয়ন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমিপ’র নির্দেশক্রমে, শনিবার বিকাল ৩টার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয় প্রকল্প-২ এর দুইজন কর্মকর্তা পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার ঐতিহাসিক আছরাঙ্গা দীঘির পাশে অবস্থিত বেজার আশ্রয়ণ প্রকল্পে ৭০টি পরিবার বসবাস করেন।

ওই সকল পরিবারের জীবন মান উন্নয়নের জন্য জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র নির্দেশক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয় প্রকল্প-২ এর সহকারী প্রকৌশলী ইশতিয়াক নাসির ও মনিটরিং অফিসার গোলাম মবীন এই দুইজন কর্মকর্তা পরিদর্শন করেন।

আরো পড়ুন:
> পাইকগাছার রাড়ুলীতে সড়কের উপর বিদ্যুতের খুঁটি থাকায় ব্যাহত হচ্ছে যাতায়াত
> পাইকগাছায় রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন পাপন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, সাবেক ছাত্রনেতা এস.এম.তুহিন, সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।

জানুয়ারি ১৪, ২০২৩ at ১৯:৪৯:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস