ঠাকুরগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে রশিদুল ইসলাম (৪২) নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু্লিশ। গত সোমবার ২ জানুয়ারি সকালে উপজেলার বড়বাড়ী ধনিবস্তী গ্রামের শ্বশুর হালাফউদ্দীনের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

মৃত রশিদুল পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার নেকমরদ দুলুভপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। ধনিবস্তী গ্রামের সালমান শাহ জানান, রোববার (১ জানুয়ারি) রাত ৯টার পর শ্বশুরবাড়িতে আসেন রশিদুল। রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখেন।

পরে পুলিশকে খবর দেওয়া হয়। মৃত রশিদুলের ভাই মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন আমার ভাই। এর আগেও দুইবার বাড়িতে বিষপান করেছিলেন। দ্রুত চিকিৎসা করানোয় সে বেঁচে যান। এরপর থেকেই তাকে চোখে চোখে রাখতো পরিবারের সবাই। শ্বশুরবাড়িতে এসে এমন ঘটনা ঘটাবে,
তা কারো ধারণা ছিল না।

আরো পড়ুন :
>গাইবান্ধার উপনির্বাচনে ভোট শুরু
>যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি‘র নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার-প্রচারণায়

বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাননো হয়েছে। এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

জানুয়ারি ০৪.২০২৩ at ০৯:৪৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর