নির্বাচন আসলেই চাপ সৃষ্টি জাপাকে নিয়ে ষড়যন্ত্র, অত্যাচার নেমে আসে

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেই জাতীয় পার্টির নেতাদের উপর চাপ সৃষ্টি করা হয়। জাপাকে নিয়ে চলে ষড়যন্ত্র। নেতাদের উপর অত্যাচার নেমে আসে বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির নেতারা। আজ ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে আয়োজিত দলীয় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেছেন পার্টির নেতারা।

 সকালে কালিতলাস্হ দলীয় কার্যালয় চত্তরে আয়োজিত সভায় বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, সহ সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম (৪), সহ সভাপতি এ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম লাইজু, যুগ্ম সম্পাদনা ডা. আনোয়ার হোসেন।

আরো পড়ুন :
>বছরের প্রথম দিনে দিনাজপুরে বই উৎসব
>মদনে অনলাইন ভিত্তিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ
>ওমিক্রনের নতুন উপধরন বিএফ ৭ শনাক্ত

তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, যু সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পিরু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলনসহ অন্যান্যরা। এর আগে দলীয় কার্যালয় চত্তরে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে বাদ্য বাজনাসহ শহরের প্রধান সড়কে আনন্দ রেলী বের করা হয়। এসময় জি এম কাদেরের পক্ষে শ্লোগানসহ মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা।

জানুয়ারি ০১.২০২৩ at ১৬:০৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ