মদনে অনলাইন ভিত্তিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ

নেত্রকোণার মদনে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার সেবা ও রক্তদান গ্রুপ এর উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পাবলিক হল মিলনায়তনে ৩৫০ জন সুবিধাভোগীদের মাঝে সংগঠনের স্বেচ্ছাসেবীরা এসব শীত বস্ত্র বিতরণ করেন।

সংগঠনটির প্রধান উপদেষ্টা মাহাবুবুল আলম আলম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জিয়াউর রহমান, সহকারী উপদেষ্টা হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ,উপদেষ্টা সাংবাদিক তোফাজ্জল হোসেন, শাহ মোঃ ইমরান হোসেন, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, সংগঠনটির উপ-কমিটির সভাপতি জিনুক আহমেদ, সাধারণ-সম্পাদক ইমরান হোসেন প্রমূখ।

আরো পড়ুন :
>ওমিক্রনের নতুন উপধরন বিএফ ৭ শনাক্ত
>৫ জানুয়ারি শুরু হচ্ছে সাহিত্য আসর ঢাকা লিট ফেস্ট

এ সময় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।সংগঠনটির প্রধান উপদেষ্টা মাহবুবুল আলম জানান, আমরা দীর্ঘদিন যাবত এ সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষকে অর্থ দিয়ে শ্রম শ্রম দিয়ে সহযোগিতা করে আসছি। পাশাপাশি দেশের বিভিন্ন জায়াগায় মুমূর্ষ রোগীদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করে আসছি। আমরা আমাদের সংগঠনকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা চাই।

জানুয়ারি ০১.২০২৩ at ১৫:২৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এমএইচ