ঝিকরগাছায় আ. লীগের সভাপতি মুকুলের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করার প্রতিবাদে যশোরের বিকরগাছা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের বিরুদ্ধে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকাল ১১টায় শুরু হওয়া মাননবন্ধন চলে বেলা ১২টা পর্যন্ত। অতঃপর বেলা সাড়ে ১২টায় ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী।

লিখিত বক্তবে তিনি দাবি করেন, গত ২৭/১২/২০২২ তারিখ মঙ্গলবার বিকালে ঝিকরগাছা থানা পুলিশ কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থানা পুলিশের আমন্ত্রনে বীর মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত হন। আলোচনাসভা শেষে সন্ধ্যায় থানা চত্তরে অনাকাংখিতভাবে ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানারকম কটুক্তিসহ অকথ্যভাষায় গালিগালাজ করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধারা পাল্টা প্রতিবাদ করলে আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও তার সাথে থাকা বেশ কয়েকজন যুবক মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে লাঞ্চিত করে। এছাড়া উল্লেখিত দুষ্কৃতিকারীরা স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) ডা: মো. নাসির উদ্দিনকে উদ্যেশ্য করে গালিগালাজ করা হয়েছে, যা জানতে পেয়ে থানা পুলিশ দ্রুত ছুটেএসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান বাচিয়েছেন বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও তার পরিবার ১৯৭১ সালে মহান স্বাধীনাতা যুদ্ধের সময় পাকিস্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন দাবি করে।

আরো পড়ুন :
>ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরনের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
>জেইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মনোতোষ, সম্পাদক তুহিন

অদ্যকার সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ। এসময় উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবিএম কামরুজ্জামান তোতা, ইউএনও প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর কমান্ডার ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বাঁকড়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, হাজিরবাগ ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, মাগুরা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী।

শংকরপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহান আলী, গঙ্গানন্দপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, গদখালী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শরিফুল রহমান, শিমুলিয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চান্দালী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়র আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শাহ্জামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমির আলী ছনু।

আরো পড়ুন :
>ঝিকরগাছায় মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরনের চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
>জেইউজে’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মনোতোষ, সম্পাদক তুহিন

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা রিজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক শাওন রেজা খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল আলম তোতা, সাধারন সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিদ গাজী, পৌর সভাপতি আনিছুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন বাবলুসহ বিভিন্ন ইউনিয়ন সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

ডিসেম্বর ২৯.২০২২ at ১৭:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর