তাহিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস’ উদ্যাপন সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ প্রশাসন, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

‘এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ক্রিড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনের পর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়।’

এ সময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রভাকর চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) আসাদুজ্জামান রনি, থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. আরিফ আহমেদ, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।

উপজেলা সংরক্ষিত আসনের (মহিলা) ভাইস চেয়ারম্যান খালেদা খানম, উপজলা আ.লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলী মুর্তুজা, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, আ.লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী প্রমুখ।

ডিসেম্বর ১৬.২০২২ at ১৬:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর