শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে পুলিশের পুষ্পস্থবক অর্পণ

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করেছে, তাহিরপুর থানা পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করা হয়।

এ সময় তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন, টেকারঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. খাইরুল ইসলাম, এসআই নাজমুল হক, এসআই আলহেলাল, এসআই ভোলানাত সাহা, এসআই শাহাদাত হোসাইন, এএসআই ফরিদুল ইসলাম প্রমুখ সহ থানায় কর্মরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
শহীদ বুদ্ধিজীবি দিবসে পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের শ্রদ্ধা 

উল্লেখ্য: পাকিস্তানি সেনারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে মোকাবেলা করতে না পেরে, আজকের এই দিনে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানিরা দেশের শ্রেষ্ঠ সন্তান-শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক ,সাংবাদিক, সংস্কৃতিসেবী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী সহ সমাজের জ্ঞানী-গুণি ব্যাক্তিদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পৈশিক নির্যাতন করে নির্মম ভাবে হত্যা করেছিলো।

ডিসেম্বর ১৪.২০২২ at ১৪:৩২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর