ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলায় ১৭নং নলডাঙ্গা ইউনিয়ানে পূর্ব শত্রুতার জেরে আতিয়ার মিনে(৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে। বৃহঃবার (১লা ডিসেম্বর) ২২ইং সকাল ১১টার দিকে কুঠিপাড়া পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। সে নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামের মৃত আ. লতিফ মিনের ছেলে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসা হলে জরুরী ভিত্তিতে যশোরে রেফার্ড করা হয়। আহত আতিয়ার মিনে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আড়মুখী গ্রামের সুজাদ, রজব আলী খাঁ, আইনাল, মিলন, আরাম খা, ছাব্দুল মন্ডল, দুদো সহ দশ পনের জন গ্রামের মাঠে ধানকাটা জনের খাবার দিতে গেলে মাঠের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পায়ের রগকাটা সহ আমাকে আহত করে।

আরো পড়ুন :
ইবিতে নির্মাণাধীন ভবনের কাজে দূর্ঘটনাবশত শ্রমিকের মৃত্যু
হামলার ভয়ে মামলা করেও হামলার শিকার, ঠাকুরগাঁওয়ের সোহেল রানা
ইবিতে নির্মাণাধীন ভবনের কাজে দূর্ঘটনাবশত শ্রমিকের মৃত্যু

তিনি আরো জানান,গ্রামের সামাজিক আধিপত্য,ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্ম সংঘবদ্ধ এই চক্র দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে নানা ভাবে হেনস্থার শিকার হতে হয়। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি মোজলেম তালুকদার বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আতিয়ার মিনে নামক একজন ব্যক্তি কুঠিপাড়া মাঠের মধ্যে আহত হয়েছে। তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, আতিয়ার মিনে নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার খবর জানতে পেরেছি। তিনি যশোরে চিকিৎসা নিচ্ছেন।

ডিসেম্বর ০১.২০২১ at ২০:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর