ইবিতে শারীরিক শিক্ষা বিভাগের ফলাফল ৩ ডিসেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে শরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ ভর্তিচ্ছুদের ফলাফল আগামী শনিবার (৩ ডিসেম্বর) প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (পহেলা ডিসেম্বর) ইউনিট সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। যেখানে ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২৮৬ শিক্ষার্থী।

আরো পড়ুন :
জামালপুর ডিগ্রী কলেজে উপবৃত্তিভোগীদের থেকে মাসিক বেতন আদায়ের অভিযোগ
প্রতিভার বিকাশ ঘটাতে চায় জিপিএ ৫ পাওয়া ভাঙ্গুড়ার মোহনা রানী
রাণীশংকৈলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এ বিষয়ে ইউনিট সমন্বয়কারী ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছুকদের অপেক্ষার প্রহর দ্রুত শেষ হবে। ইতিমধ্যে ফলাফল প্রস্তুতি প্রায় শেষ। সম্ভাব্য প্রায় নিশ্চিভাবে বলা যায় আগামী শনিবার (০৩ ডিসেম্বর) ফলাফল প্রকাশ করা যাবে।

ডিসেম্বর ০১.২০২১ at ১৭:০৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/এসআর