চিলমারীতে দিন দুপুরে টাকা ছিনতাই

কুড়িগ্রামের চিলমারীতে মৃতব্যক্তির প্রণোদনার দুই লক্ষ টাকা ছিনতাই ও মারপিঠের ঘটনায় অজ্ঞাতনামায় চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শাহাজাদা মামুন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের রনি মোড় এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শাহাজাদা মামুন ও ইঞ্জিনিয়ার রাসেল রানা সহ মৃত সাদ্দাম হোসেনের প্রণোদনার ২লক্ষ টাকা ডাচবাংলার এটিএমবুথ থেকে উত্তোলন করে রনি মোড়ে নাস্তা খাওয়ার জন্যে আসেন।

আরো পড়ুন:
চিলমারীর ইউএনও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় সংবর্ধিত হলেন

এসময় অজ্ঞাতকয়েকজন ভুক্তভোগীর সাথে কথা আছে বলে রনি হোটেলের পিছনে নিয়ে গিয়ে দুই লক্ষ টাকা চায়। টাকা না দেয়ায় জোড় পূর্বক সাথে থাকা দুই লক্ষ টাকা কেড়ে নেয়। পরে বাঁধা দিলে হোটেলে থাকা কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। চিৎকার করলে অজ্ঞাত কয়েকজন ভুক্তভোগীর মোটরসাইকেল ভাংচুর করে বলে অভিযোগ সুত্রে জানা গেছে।

ভুক্তভোগী শাহাজাদা মামুন থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা এলাকার মো. ছলিম উদ্দিনের ছেলে। শাহাজাদা মামুন বলেন, আমি ঢাকায় ফাইবার এন্ড হোম কম্পানিতে কাজ করার সময় আমার সাথে থাকা অষ্টমীরচর ইউনিয়নের সাদ্দাম হোসেন কাজ করার সময় গত তিন মাস আগে মারা গেছে। পরে কম্পানি থেকে তার মৃত্যুর পর দুই লক্ষ টাকা প্রণোদনা দেন।

সেই টাকা আমি আর আমার কম্পানির ইঞ্জিনিয়ার উত্তোলন করার পর অজ্ঞাত কয়েকজন টাকা ছিনিয়ে নেয় এবং মারধরসহ মোটর সাইকেল ভাঙচুর করে। এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নভেম্বর ২৬, ২০২২ at ১৫:৫২:০০(GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/ইমস