বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার মেধাবী শিক্ষার্থী কৃষ্ণকে অর্থিক সহয়তা করলেন ওসি- জিয়াউর রহমান

পাইকগাছায় দলিত সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী কৃষ্ণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওসি মো. জিয়াউর রহমান ১১ হাজার ১শত টাকার আর্থিক সহয়তা করেছেন। বৃহস্পতিবার দুপুরে থানায় কৃষ্ণ’র হাতে তিনি এ অর্থ তুলেদেন। এ সময উপস্থিত ছিলেন ইন্সপেক্টর ( তদন্ত) মো. রফিকুল ইসলাম, এসআই মোশারেফ হোসেন সহ অনেকে।

আরো পড়ুন :
পাইকগাছার লতায় গ্রাম প্রদর্শনীর চারা বিতরন
পাইকগাছায় ২৭ আগষ্ট কেন্দ্রীয় কর্মসুচী সফলের লক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইতোমধ্যে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম পৃথক ভাবে কৃষ্ণ’র বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়ার জন্য আর্থিক সহয়তা করেছেন। উপজেলার রাড়ুলী ইউপির কাঠিপাড়ার দলিত সম্প্রদায়ের বাসিন্দা শ্রীপদ রাযের ছেলে কৃষ্ণপদ রায় ২১-২২ শিক্ষা বর্ষে গুচ্চ ইউনিভার্সিটি, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। সে এইচ,এস,সি পরীক্ষায় রাড়ুলীর আর,কে,বি,কে,কলেজিয়েট ইনিস্টিউট থেকে মেধা তালিকায় জিপিএ-৫ পায়। ভর্তি ও লেখাপড়ার জন্য বিভিন্ন জনের আর্থিক সহয়তায় কৃতজ্ঞতা স্বরুপ শিক্ষার্থী কৃষ্ণপদ রায় বলেন, আমি লেখাপড়া শিখে সমাজে মানুষের মত মানুষ হতে চাই।

আগস্ট ২৫,২০২২ at ১৮:১৩:০০ (GMT+06)
দেশদর্পণ /এমএইচ/দেপ /এমএইচ