পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন দলের কেউ না, তার দায় আওয়ামী লীগের নয়

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন দলের কেউ নয়। তাই তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।

শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। কোনো দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে তাই অনুরোধ করেছি।

আরো পড়ুন:
ইকো-নেটওয়ার্ক যবিপ্রবি টীমের উদ্যোগে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক কর্মশালা
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে, আব্দুর রাজ্জাকের পূর্ণ প্যানেল বিজয়ী

তার এমন বক্তব্যের পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের আরেক মন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা কীভাবে এ কথা বলি? এতে করে ভারতও লজ্জা পায়।

তিনি বলেন, ভারত আমাদের সুসময়ের বন্ধু। একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব, এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি, শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

আগস্ট ২০,২০২২ at ১৬:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোকা/এসএম