সাভারের বংশী নদীতে অভিযান

সাভারে বংশী নদীর তীর ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন বসত বাড়ি গুড়িয়ে দিয়েছে প্রশাসন।মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের থানাঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত আলী।

আরো পড়ুন :
পাবনায় শিশু স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
হাজিরবাগে আবুল ইসলাম ফাউন্ডেশনের শোকসভায় সাবেক এমপি অ্যাড. মনির

স্থানীয়রা জানান, বংশীর তীর ঘেঁষে গড়ে ওঠে ছিল প্রভারশালীদের অবৈধ স্থাপনা। এবিষয়ে প্রশাসনের কাছে অস্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী।উচ্ছেদ শেষে এবিষয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত আলী জানান, সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।উচ্ছেদ অভিযানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

আগস্ট ১৬, ২০২২ at ২০:৩৮:০০(GMT+06)
দেশদর্পণ/সবস/এমএইচ