নড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে “ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা ”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে “ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা ”অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ,নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান এর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় ,গোয়েন্দা সংস্থার (এন এস আই) উপ-পরিচালক মো. মিজানুর রহমান , হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ,নড়াইলের সহকারি পরিচালক দেবাশীষ বাইন।

আরো পড়ুন :
প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার ২
প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকের মটর সাইকেল ছিন্তাই

 

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান , জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক প্রনব প্রামাণিক,জেলা গ্রন্থগারের লাইব্রেরিয়ান মোঃ তাজমুল ইসলাম , নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু মুক্তিযোদ্ধা মোঃ তবিবুর রহমান, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট এর নেতৃবৃন্দ, মন্দির ভিত্তিক গনশিক্ষা কেন্দ্রের শিক্ষকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারি পরিচালক দেবাশীষ বাইন।

আগষ্ট ১৬,২০২২ at ১৯:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শভ/শই