কয়রায় নদীর বাঁধ ভেঙে প্লাবিত ৩ গ্রাম

খুলনার কয়রায় কপোতাক্ষ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামের অস্থায়ী রিং বাঁধটি ভেঙে যায়। এতে ইউনিয়নের ৩-৪টি গ্রাম প্লাবিত হয়েছে। আতঙ্কে রয়েছে উপকূলবাসী।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে নুরপুর প্রাথমিক বিদ্যালয় অনিয়মের আখড়ায় পরিণত
বেনাপোলে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই ভাটির টানে বাঁধের ২০০ মিটার জায়গাজুড়ে ভাঙন দেখা দেয়। পরে স্বেচ্ছাশ্রমে সেটি মেরামত করা হয়। দুর্বল বাঁধটি সকালে আবারও স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালান। তবে দুপুরে জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, ‘প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সার্বিক সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুত বাঁধ মেরামতের পদক্ষেপ নেয়া হচ্ছে।’

আগষ্ট ১৩,২০২২ at ২০:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই