কোটচাঁদপুরে এমপি চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চলের ঐচ্ছিক তহবিলের চেক বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০২১-২২ অর্থ বছরের এই চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।

আরো পড়ুন :
রোমানিয়া ভিসা নিয়ে আবারও অনিশ্চয়তা
ঝিকরগাছায় পশুহাটে মাস্ক বিতরণ

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সাবেক যুবলীগ নেতা মীর কাশেম আলী প্রমূখ। অনুষ্ঠানে এছাড়াও সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগম সহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্তিত ছিলেন।

জুলাই ০৭,২০২২ at ১৭:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি