নড়াইলের উন্নয়ন প্রধানমন্ত্রীর অবদান, আমি শুধু মাধ্যম মাত্র : মাশরাফী বিন মোর্ত্তজা

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ‘নড়াইলে যে উন্নয়ন হচ্ছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, আমি শুধু মাধ্যম মাত্র”। বিকালে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

২০২১-২০২২ অর্থবছরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে সংসদীয় এলাকার মোট ৮০জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে প্রত্যেককে ১০ হাজার করে মোট ৮লাখ টাকার চেক বিতরণ করেন।

এসময় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল হক রোম এবং সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিউর রহমান, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান , সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সদর উপজেলার মূলিয়া এলাকায় কাজলা নদীর উপর ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ১৫০ মিটার দীর্ঘ এবং ৭ দশমিক ৩ মিটার চওড়া সেতুর স্থান পরিদর্শনসহ তাঁর সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

জুন ২২,২০২২ at ১৬:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি