জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দসহ ১৫দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ সহ ১৫দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা শাখার উদ্যোগে বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থ মন্ত্রী বরাবরে ১৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শহরের ১নং রেলগেটে সদর উপজেলার সভাপতি প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, নিলুফার ইয়াসমিন শিল্পী, ডা. আব্দুল জব্বার, অতুল চন্দ্র প্রমূখ।

আরো পড়ুন :
১১শ’ কোটি টাকার দুর্নীতি: বিমানের কার্যালয়ে দুদক
চিতলমারীতে মেধাবী ছাত্রকে ডেকে নিয়ে পিটিয়ে জখম

বক্তারা কৃষক ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সেইসাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো, ১০ টাকায় ওএমএস এর চাল, শহরে কমদামে পর্যাপ্ত টিসিবি কার্যক্রম সারা বছর চালু রাখা, দলীয়করণ-হয়রানি বন্ধ করা, আর্মির রেটে রেশনের দাবি জানান। এছাড়াও ধান, ভুট্টা, আলুসহ সকল কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত, সরকারি উদ্যোগে ক্রয় কেন্দ্র খোলা, ইউনিয়নে খাদ্য গুদাম, জেলায় হিমাগার নির্মাণেরও দাবি জানান।

সেইসাথে কৃষকদের কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, বিনাসুদে সহজ শর্তে ঋণ দান, এনজিও মহাজনি ঋণের তীব্র নিন্দা, অমানবিক শোষণ জুলুম আইন করে নিষিদ্ধ করা, কিস্তির হয়রানি বন্ধের দাবি জানান। শুধু তাইনয়, সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫শ’ টাকা দেয়া, এলাকায় এলাকায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্র নুরু-মুক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, ইউনিয়ন হেলথ সেন্টারে এমবিবিএস ডাক্তার, নার্স, নিয়োগসহ পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবি জানান। ভূমি অফিস, রেজিষ্ট্রি অফিস, ইউনিয়ন/পৌরসভা, তথ্য অফিস, থানাসহ সকল সরকারি অফিসে ঘুষ-দুর্নীতি, হয়রানি বন্ধ, জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, জাতীয় পরিচয়পত্র নিয়ে হয়রানি দুর্নীতি বন্ধের দাবি জানান।

জুন ০১,২০২২ at ১৬:১২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/রারি