নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, সদর হাসপাতালের সহকারি পরিচালক ডা. মুন্সি আসাদ-উজ জামান, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

মে ৩১,২০২২ at ১৩:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি