সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত কওছারের লাশ খুঁজে পাওয়া যায়নি

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে বাঘের আক্রমণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার খলিশাবুনিয়া গ্রামের মৌয়াল কাওছার গাইন (৩১) নিহত হয়েছেন। তিনি রাজ্জাক গাইনের ছেলে।

গত ৫ মে বনবিভাগের পাসপারমিট নিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে প্রবেশ করে।

শনিবার (২১ মে) নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করলে তাকে বাঘ আক্রমণ করে। কাওছারের সঙ্গীরা তাকে চেষ্টা করেও বাঘের মুখ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করতে পারেননি।

আজ সকালে উদ্ধারকারী দল সুন্দরবনে কাওছার এর লাশ খোঁজ করে না পেয়ে ব্যর্থ হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

আরো পড়ুন :
ভোলায় ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নড়াইলে “মহিদুর রহমান পান্না স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২২” এর উদ্বোধন

এদিকে কাওছারের পরিবারে চলছে শোকের মাতম। কাওছারের স্ত্রী, দুটি সন্তান, ছোট ভাই আর মা-কে নিয়ে চলছিলো ছোট্ট সংসার।

২০০৬ সালে তাঁর বাবা রাজ্জাক গাইনেরও মৃত্যু হয়েছিলো বাঘের আক্রমণে। সেই লাশটিও ফিরিয়ে আনতে পারেননি সহযাত্রীরা।

মে ২২,২০২২ at ১৮:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/পকুব/রারি