তাড়াইলে ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

মুক্ত প্রাণের প্রতিধ্বনি’ ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে করা মানহানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে তাড়াইল সদর বাজার রেজওয়ান সুপার মার্কেট ভোরের কাগজ তাড়াইল উপজেলা কার্যালয়ে উক্ত প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। ১৫ মে মাদক কারবারিকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় মিথ্যা ও হয়রানিমূলক দায়েরকৃত ১০ কোটি টাকার মানহানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।

আরো পড়ুন :
ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা শিবির
দক্ষিণ-পশ্চিম উপকূলের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী

দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মো. সুমন মিয়ার সভাপতিত্বে ও আয়োজনে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি দেওয়ান ফারুক দাদ খান, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক নয়া শতাব্দী’র জেলা প্রতিনিধি মামুন উজ্জ্বল, উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাস, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার, দৈনিক মানব জমিন এর উপজেলা প্রতিনিধি আফছার উদ্দিন, সিএনএন বাংলা চ্যানেলের জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, দৈনিক দেশের খবর ২৪ ডটকমের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল, বাংলার নবকন্ঠ’র উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন প্রমুখ।

এসময় উপস্থিত সাংবাদিকগণ বস্তুনিষ্ট তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর ভোরের কাগজের বিরুদ্ধে মিথ্যা মানহানি মামলা দায়ের করার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।

মে ২০,২০২২ at ১৬:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রুআ/রারি