ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা শিবির

লিডার্সের প্রধান কার্যালয়ে লিডার্স এর আয়োজনে শুক্রবার (২০ মে) ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এবং ফ্রেন্ডশীপ হাসপাতালের সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। সকাল ১০.৩০ টায় উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম লিডার্সে প্রসাশনিক কর্মকর্তা অসিত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য নীপা চক্রবর্তী ও হরিদাস হালদার, ফ্রেন্ডশীপ হাসপাতালের কোঅর্ডিনেটর মো. শাহীন ইসলাম, সিনিয়র প্যারামেডিক অফিসার মাসুমা খাতুন, লিডার্সে মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল, নলেজ ম্যানেজমেন্ট ম্যানেজার কৌশিক রায় ও সহকারী মেডিকেল অফিসার সুব্রত রায় প্রমূখ।

আরো পড়ুন :
দক্ষিণ-পশ্চিম উপকূলের দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবী
আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে জাবি শিক্ষক সমিতির শোক

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শাহীন ইসলাম বলেন, এই স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প বিশেষ গুরুত্ব বহন করে। এইখানে যে সকল নারীদের জটিল সমস্যা রয়েছে যাদের প্রাথমিক সেবায় আরোগ্য সম্ভব নয় অপারেশ করা প্রয়োজন হবে তাদের চিহ্নিত করে আগামী ২৩ মে ২০২২ তারিখ ফ্রেন্ডশীপ হাসপাতালের নিয়ে ফ্রান্স থেকে আগত ডাক্তার দিয়ে বীনামূল্যে অপারেশন করা হবে। তিনি আরও উল্লেখ করেন ফ্রেন্ডশীপ হাসপাতালে রোগী অবস্থানকালীন সময়ে রোগীদের ঔষধ ক্রয় ব্যতিত কোন খরচ বহন করতে হবে না।

মে ২০,২০২২ at ১৫:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/পকুব/রারি