গাইবান্ধায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে আতোয়ার রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ১৬ বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের আনোয়ারা বেগমের সাথে পার্শ্বর্তী গ্রামের মৃত রিয়াজুল আকন্দের ছেলে আতোয়ার রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আতোয়ার রহমান স্ত্রী আনোয়ারা বেগমকে প্রায়ই নির্যাতন করতো।

২০১৯ সালের ৬ জানুয়ারি রাতে যৌতুক নিয়ে আনোয়ারা বেগমের সাথে স্বামী আতোয়ারের ঝগড়া হয়। একপর্যায়ে আতোয়ার ক্ষিপ্ত হয়ে স্ত্রী আনোয়ারার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির উঠানে লাশ ফেলে রাখে।

পরদিন ৭ জানুয়ারি আনোয়ারা বেগমের ভাই মাহির উদ্দিন ভগ্নিপতি আতোয়ার রহমানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি শেষে আতোয়ার রহমানের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

মে ১৯,২০২২ at ১৫:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/রারি