সকালে ফেরিঘাটে চাপ কম

পাটুরিয়া দৌলতদিয়া ঘাট এলাকায় বেলা বাড়ার সাথে ঘাটের নির্দিষ্ট কার্যক্রম শুরু হয়েছে। পাটুরিয়া প্রান্তে ঈদে ঘরমুখো যাত্রীদের পারাপারের জন্য পাঁচটি ঘাটে ২১ টি ফেরি চলাচল থাকবে।

ঘাটে এই মুহূর্তে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে ২০০ টির অধিক ট্রাক। বাস ও ছোট ব্যাক্তিগত গাড়ি কম থাকায় ঘাট কতৃপক্ষ ট্রাক গুলো পার করছেন। স্বাভাবিক সময়ের মত ঘাট এলাকায় উপস্থিত হওয়া বাস ও ছোট গাড়ি স্বাভাবিক ভাবেই ভোগান্তি হীন ভাবে পাড় করা হচ্ছে।

তবে বেলা বাড়লে পরিবহন ও যাত্রীদের চাপ বাড়বে ঘাটে। কালকে ১৮ টি ফেরি সার্ভিস সচল ছিল এবং আজকের মধ্যে আরো ৩ টি ফেরি সার্ভিস বহরে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। আরিচা পয়েন্টে ৪ টি ফেরি সার্ভিস সচল থাকবে।

আরো পড়ুন :
সকালে ফেরিঘাটে চাপ কম
ফেতরা দেওয়ার সঠিক নিয়ম

লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ এখনো আসেনি এবং মানিকগঞ্জ জেলা দিয়ে বয়ে চলা ঢাকা আরিচা মহাসড়কের মাঝেও কোন যানজট নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক সেবা চালু আছে বলে শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়।

উল্লেখ্য সামনে ঈদকে সামনে রেখে ঘাটের ভোগান্তি মোকাবেলায় কতৃপক্ষের প্রস্তুতি চলছে। এখন অবধি ঘাটে সেরকম কোন চাপ না থাকলেও সরকারি ছুটির শুরু হলেই চরম ভোগান্তির আশংকা রয়েছে।

এপ্রিল ২৬,২০২২ at ১২:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হার/রারি