চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্রব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ মো. দেলোয়ার (২০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার দিবাগত রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ফতেপুর গ্রামের বেলাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি শুটারগান ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী মো. দেলোয়ার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীবাড়ী চাদপুর মুক্তারপাড়া গ্রামের মো. ভেনচু ইসলামের ছেলে।

আরো পড়ুন :
যশোর জেলা আ.লীগের নতুন কমিটির দেয়ার আহ্বান মিলন-শাহীনের
যশোর সদর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ফতেপুর গ্রামস্থ বেলাল বাজার এলাকায় ২জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ২জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল থেকে ১জন ব্যক্তিকে অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। তবে অপর ১জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যপারে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এপ্রিল ১৯.২০২১ at ১১:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি