যশোর সদর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোর সদর উপজেলায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ‘বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়েউ বিএএফ শাহীন কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী যারিন বিনতি রাফা প্রথম, যশোর জিলা স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আরিয়ান হুসাইন সাহির ও যশোর শিক্ষাবোর্ড স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী নূরজাহার আক্তার যৌথভাবে দ্বিতীয়, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অথৈ মিত্র ও যশোর জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আরাক ইসলাম যৌথভাবে তৃতীয় হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) যশোর সদর উপজেলা প্রগতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। তারপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

‘বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে পুলিশ লাইন স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজা আক্তার প্রথম, কালেক্টরেট স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী অর্জন দেব সরকার দ্বিতীয় যশোর শিক্ষাবোর্ড স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী শেতি মোর্শেদ তৃতীয় হয়েছে।

‘গ’ গ্রুপে যশোর এম এম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া হক প্রথম, দাউদ পাবলিক স্কুল অন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তারেক আজিজ দ্বিতীয় ও হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মুজাহিদ হোসেন তৃতীয় হয়েছে।

গণিত ও কম্পিউটার বিষয়ে ‘ক’ গ্রুপে যশোর বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ফাবীহা লামিশা প্রথম, বিএএফ শাহীন স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আফিয়া রোকসানা মৌমি দ্বিতীয় ও পুলিশ লাইন স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মাহিন রেজা তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে যশোর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন প্রথম, এমএসটিপি স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা সোম অর্থী দ্বিতীয় ও যশোর জিলা স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আরীব হাসান সাদ তৃতীয় হয়েছে।

‘গ’ গ্রুপে দাউদ পাবলিক স্কুল অন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম প্রথম, যশোর এম এম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী অর্পিয়াস আহমেদ সিক্ত দ্বিতীয় হয়েছে। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ‘ক’ গ্রুপে যশোর জিলা স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী তুর্য রায় প্রথম, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা সুলতানা দ্বিতীয় ও পুলিশ লাইন স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী কারিমা মেহনাজ তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে পুলিশ লাইন স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী তাহাসিন আলম প্রথম, বিএএফ শাহীন স্কুল অন্ড কলেজের

১০ শ্রেণীর শিক্ষার্থীর আহনাফ ইকবাল দ্বিতীয় ও যশোরউ বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণীর শিক্ষার্থী খন্দকার জান্নাতুল মাওয়া তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে যশোর শিক্ষাবোর্ড স্কুল অন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এস এম তামিম সিদ্দিক প্রথম, দাউদ পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মালিহা মুনাওয়ারা দ্বিতীয় ও বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অনকিত মিত্রা তৃতীয় হয়েছে।

ভাষা ও সাহিত্য বিষয়ে ‘ক’ গ্রুপে পুলিশ লাইন স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী রফুফা নূর জারিয়াহ প্রথম, যশোর শিক্ষাবোর্ড স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আনিয়া রহমান তান্মী দ্বিতীয় ও যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাফিয়া ইসলাম প্রভা তৃতীয় হয়েছে।

‘খ’ গ্রুপে পুলিশ লাইন স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রিফাত আল রাফি প্রথম, এমএসটিপি স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থী দিপান্বিতা রায় দ্বিতীয় ও বিএএফ শাহীন স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী খাদিজাতুল সাবিহা লিসা তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে যশোর এম এম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী অহনা খালেক প্রথম, দাউদ পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আনিকা রাইসা দ্বিতীয় ও বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রাহিব রুশদ তৃতীয় হয়েছে।

প্রতিযোগিতা শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকন প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আশিক আহমেদ, এস এম বজলুর রশিদ ও প্রগতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধাকান্ত বিশ্বাস।

এপ্রিল ১৮.২০২১ at ২২:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি