ঝিকরগাছায় ইয়াবা ও গাঁজাসহ ১৩ জন আটক

যশোরের ঝিকরগাছায় বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা, ১৩৫ গ্রাম গাঁজা, ২জন মাদক ব্যবসায়ী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক-নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল জুয়েল ইমরান ও ঝিকরগাছা থানা অফিসার ইনচাজ সুমন ভক্তের সার্বিক তত্ত্বাবধানে ঝিকরগাছা থানা পুলিশ, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র ও শিত্তরদাহ পুলিশ ফাঁড়ি পৃথক অভিযান পরিচালনা করেন।

থানার এস.আই (নি.) আমির হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সোমবার রাত ০৯.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন কাউরিয়া মুন্সিপাড়া গ্রামস্থ হাজির আলী টু বাঁকড়া রোডে জনৈক কাজী পিয়ার উল্ল্যাহ এর কৃষি ষ্টোর নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে কাউরিয়া (মুন্সিপাড়া) গ্রামের মৃত হাবিবুল্লাহ ছেলে মাসুদুর রহমান(৩৩) আটক করে তার কাছে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ধৃত আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-০৪, তাং-১১/০৪/২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) রুজু করা হয়েছে।

আরো পড়ুন :
সাবেক তথ্যমন্ত্রী ইনুর নাম ভাঙ্গিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ
বিদেশ ভ্রমণে আর নেই করোনা পরীক্ষার ভোগান্তি

একই রাতে এস.আই (নি.) স্বপন কুমার বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন রাত ০১.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন বাঁকড়া বাজারস্থ জামেয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রা.) কওমী মাদ্রাসার গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী মাদারীপুর উপজেলার-মোস্তফাপুর গ্রামের আইজুল সরদারের ছেলে বাবু সরদার (১৯)কে ১৩৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-০৫, তাং-১২/০৪/২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯ (ক) রুজু করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন গ্রেফতারি পরোয়ানায় ১১ জন আসামীকে পুলিশ আটক করে জেল-হাজতে প্রেরণ করেছেন। আটককৃতরা হলো- উপজেলার হাড়িয়াদেয়ারা গ্রামের মৃত মোবারেক সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩০), বল্লা গ্রামের নূর বক্সের স্ত্রী আনোয়ারা (৪০), কৃষ্ণনগর গ্রামের -মো. রফিকের ছেলে নাজিম, গোয়ালহাটি গ্রামের হবিবর রহমানের ছেলে বেল্লাল হোসেন, হরিদ্রোপোতা গ্রামের মৃত নুরুল ইসলাম সরদারের ছেলে মো. ছাদ্দাম, মৃত নুর ইসলামের ছেলে মাহাবুর রহমান তপন ও তবিবর রহমান কাকল, উজ্জলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ইমরান হোসেন মোড়ল, সোনাকুড় (ময়রাপাড়া) গ্রামের তবিবর রহমান তবির ছেলে সবুজ হোসেন, আজমপুর বিশ্বাসপাড়ার মৃত নুর মোহাম্মাদ বিশ্বাসের ছেলে মিলন হোসেন এবং মল্লিকপুর গ্রামের আ. লতিফের ছেলে আব্দুর রউফ।

এপ্রিল ১২.২০২১ at ২১:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআ/রারি