নড়াইলে ২দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন

নড়াইলের পুরাকীর্তি, ইতিহাস, ঐতিহ্য, বীরত্বগাঁথা, সংস্কৃতি ও সমৃদ্ধি নিয়ে ২দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে নড়াইল ফটোগ্রাফিক সোসাইটি, নড়াইল এর আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এ প্রদর্শনীর উদ্বোধন করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম । নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের ৩৮টি ফটোগ্রাফি এ প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।

আরো পড়ুন :
গাইবান্ধায় মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড
ভূঞাপুরে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির যুগ্ম -আহবায়ক নাজমুল হাসান লিজার সভাপতিত্বে নড়াইল ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান শাহানা বেগম,ইঞ্জিনিয়ার সুকুমার বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শামীমুল ইসলাম টুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক শরফুল আলম লিটু চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, সোসাইটির সদস্য সচিব মাসুম জব্বারী, ফটোগ্রাফিক সোসাইটির সদস্য উজ্জ্বল রায়, বিবেক বিশ্বাস, সরকারি কর্মকর্তা, নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির কর্মকর্তা ও সদস্যগন, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

মার্চ ৩১.২০২১ at ১৮:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি