কোটচাঁদপুরে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, অফিসার ইনচার্জ মঈন উদ্দিন।

তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাসিন আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না মারজান প্রমূখ।

আরো পড়ুন :
হিসনার খনন কাজে আড়াই লাখ টাকা উদ্বোধন ব্যয়ের ভিত্তি নেই!
জাবিতে আব্দুল্লাহ আল মাহমুদ শাফি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বুদ্ধিজীবি,সাংবদিক সহ প্রায় ১ লক্ষ মানুষকে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে এতো বড় নারকীয় গণহত্যা কোন দেশে হয়নি। সে দিনের নিষ্ঠুরতার কাহিনী স্মরণ করে আজও অনেকে আঁতকে ওঠেন।

এসময় উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবদিক এবং নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মার্চ ২৫.২০২১ at ২২:১৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি