মিহির ঘোষসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ আটক নেতাকর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা।

আরো পড়ুন :
পর পর শিক্ষার্থীকে দেওয়া হল ৪ ডোজ ভ্যাকসিন
ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

এসময় সমাবেশের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাম।

বক্তারা বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ পার্টির নেতা ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর মন্ডল, নবাব আলী, বাদশা মিয়া, আনিছুর, আ. লতিফ, আবুল বাশার রিপুল এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে। তারা আটক সকল নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

ফেব্রুয়ারী ১২.২০২১ at ১৮:২১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সুকুব/রারি