শর্তসাপেক্ষে পাইকগাছার ষোলআনা সমবায় সমিতির নির্বাচন

ষোলআনা সমবায় সমিতির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শর্তসাপেক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। মহামান্য রাষ্ট্রপতি’র আদেশক্রমে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করার বাধ্যবাধকতা থাকায় ষোলআনা ব্যবসায়ী সমিতির নির্বাচন সোমবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

তবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ক্ষেত্রে ভোটারদের দশটি গ্রুপে বিভক্ত করে ভেন্যু পরিবর্তন করে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠান করার জন্য নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশনা দেয়া হয়েছে।

ভেন্যু পরিবর্তন করে পৌরসভার শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ভোটার ছাড়া কেউ উপস্থিত হতে পারবে না। ৫ টি পদের বিপরিতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আরো পড়ুন :
শিবগঞ্জে মা গার্মেন্টস এন্ড এক্সপোর্ট গ্যালারী ২য় শাখার উদ্বোধন
কাশিনাথপুরের স্কাইলার্ক স্কুল পাচ্ছে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড

সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তারা হলেন জি এম শুকুরুজ্জামান (আনারস), গাজী শহিদুল ইসলাম (ছাতা), মো. জাহাঙ্গীর আলম (চেয়ার), সহ-সভাপতি পদে সন্দীপ কুমার সানা (উড়োজাহাজ), সোহেল রাশেদ জনি (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে শেখ ফজলুর রহমান (মাছ), শেখ মুরশাফুল আলম (ফুটবল), কোষাধ্যক্ষ পদে এটিএম নাহিদুজ্জামান (প্রজাতি), মোশারফ হোসেন (দেয়াল ঘড়ি), সঞ্জীব কুমার (রিক্সা), সদস্য পদে শেখ আ. আজিজ (মোরগ), আবুল কালাম আজাদ (মোবাইল), আশরাফুল ইসলাম রাবু (বই), ইউসুফ সরদার (ডাব), নুরু গাজী (কাপ পিরিজ), রাজীব কুমার মন্ডল (টেলিভিশন), রিমন শেখ (টেবিল), সেলিম শাহরিয়া (মোমবাতি), হাবিবুর রহমান (মই) ও হারুন অর রশীদ (কলস) প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করছেন। এ নির্বাচনে ১০৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানুয়ারি ২৩.২০২১ at ১৯:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/রারি