সিরাজগঞ্জে মহাপ্রভু আখরায় অসহায় দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে দুস্থ গরীব অসহায় ৪০০ জন মানুষের মাঝে কম্বল দেওয়া হয়েছে।

সোমবার ( ১৭ জানুয়ারি) দুপুরে শ্রী শ্রী মহাপ্রভু আখরায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু সভাপতিত্বে ও শহর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রিংকু কুন্ডু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার আওয়ামীলীগের সহ -সভাপতি পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি বীরমুক্তিযোদ্বা এ্যাডঃ বিমল কুমার দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল বারী সেখ, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ষ্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সদর থানার কমিটির সভাপতি অলক কুমার দত্ত, জেলা পূজা উদযাপন কমিটির দপ্তর -সম্পাদক সুন্টু গুণ, ডা: নিত্য রঞ্জুন পাল প্রমূখ।

আরো পড়ুন :
যশোর জেলা যুবলীগের শীর্ষ পদ প্রত্যাশী আপন মামা-ভাগ্নে
ঝিকরগাছা পৌরসভায় পুনরায় মেয়র নির্বাচিত মোস্তফা আনোয়ার পাশা

এ সময় বক্তৃতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল জেলাতে গরীব ও অসহায় এবং ছিন্ন মুল মানুষের কথা চিন্তা করে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রতিটি জেলা কম্বল বিতরণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে কম্বল বিতরণ করা হলো।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ কে ধন্যবাদ জানান।

জানুয়ারি ১৭.২০২১ at ১৪:২৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি