যশোর জেলা যুবলীগের শীর্ষ পদ প্রত্যাশী আপন মামা-ভাগ্নে

প্রায় ১৮ বছর পর হতে যাওয়া যশোর জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসবের আমেজ বিরাজ করছে, তেমনি শঙ্কাও রয়েছে সংঘর্ষ-সংঘাতের। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় পদ প্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি। বর্তমান যুবনেতা ও সাবেক ছাত্রনেতা মিলিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রত্যাশীর সংখ্যা প্রায় ৫০ জন। এর মধ্যে যশোর জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু সভাপতি প্রার্থী।

অপরদিকে সাধারন সম্পাদক পদপ্রার্থী হিসেবে এগিয়ে আছেন সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম জুয়েল, আরিফুল ইসলাম রিয়াদ, আনোয়ার হোসেন বিপুল, ফয়সাল খান, হাজী আলমগীর কবীর সুমন, দেবাশীষ রায় সহ অন্যরা। তবে এসব কিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে একই কমিটিতে আপন মামা ভাগ্নের সভাপতি ও সাধারণ সম্পাদক হতে চাওয়া নিয়ে।

আরো পড়ুন :
চাঁদা না দেয়ায় নবনির্বাচিত ইউপি সদস্য খুন
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের ওপর ছুরি হামলা

‘মামা’ যশোর জেলা যুবলীগের বর্তমান সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান সভাপতি পদপ্রার্থী, অপরদিকে ‘ভাগ্নে’ আরাফাত রহমান বাসিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তারা অবশ্য চান মামা-ভাগ্নে দুজনের মধ্যে যেকোনো একজনকে যেন সভাপতি অথবা সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সেই হিসেবে তারা বিভিন্ন জায়গায় চেষ্টা তদবিরও করছেন।

জানুয়ারি ১৬.২০২১ at ২০:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রআ/রারি