আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই: মনোরঞ্জন শীল

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। আদর্শ নাগরিক তৈরির জন্য সুষ্ঠু, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার পথ সুগম করতে হবে। ছাত্রছাত্রীর মধ্যে দেশপ্রেম, নিষ্ঠা, দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে আনন্দঘন শিক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বর্তমান সরকার। আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) সকালে বীরগঞ্জ উপজেলায় ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:
রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ বসবাসের সমাধানে জাবির গবেষণা
ওমিক্রন: ভারতে বেসরকারি অফিস বন্ধ

বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. মো. মফিজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ. কে. এম. মাসুদুল হক, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক তামজিদ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. মামুনুর রশীদ। অনুষ্ঠানটির পরিচালনা করেন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মো. মমিনুর রহমান ও মোছা. জান্নাতুন ফেরদৌস।

জানুয়ারি ১১.২০২২ at ১৮:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/পরজ/জআ