ফুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদকের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জন প্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি মূলক প্রশিক্ষন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

আরো পড়ুন :
ফেব্রুয়ারিতে জানা যাবে এইচএসসির ফল
বীরগঞ্জের সাজেদুরের স্বপ্ন পূরণে পাশে দাড়ালেন মানবিক পুলিশ

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা ডেভলপমেন্ট ফাসেলিটেট কর্মকর্তা মো. আখতার আহসান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষকসহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।

জানুয়ারি ১১.২০২১ at ১৬:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আহেচৌ/রারি