পিরব ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মকবুল, রফিকুল ও সুরাইয়া প্যানেল জয়ী

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মকবুল, রফিকুল ও সুরাইয়া প্যানেল জয়ী হয়েছে।

আরো পড়ুর:
পত্নীতলায় এবার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে আগুন
ঝিনাইদহে আলোচিত সেই তুলিসহ ৩ টিকটকার মাদ্যপ অবস্থায় গ্রেফতার, ১ বছর করে জেল

৮ জানুয়ারী শনিবার দুপুরে পিরব ইউনাইটেড ডিগ্রি কলেজের একটি কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মকবুল, রফিকুল সুরাইয়া প্যানেল ও ইমরান, তারিনী কান্ত ও খাদিজা প্যানেল অংশগ্রহণ করে। নির্বাচনে মকবুল, রফিকুল ও সুরাইয়া’র পূর্ণ প্যানেল জয় লাভ করে।

৪৫ ভোটের মধ্যে নির্বাচনে মকবুল হোসেন ৩১ ভোট, রফিকুল ইসলাম ২৮ ভোট ও সুরাইয়া আকতার ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়। এতে প্রিজাইডিং অফিসার ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহফুজার রহমান। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মতিন ও বিদ্যােৎসাহী সদস্য মো. রফিকুল বারী তালুকদার।

এ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানুয়ারি ০৮.২০২২ at ১৫:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/মক