জাবি স্কেটিং ক্লাবের নতুন কমিটির নেতৃত্বে পাখি ও মোরশেদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটিং ক্লাবের ২০২২ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ইংরেজি বিভাগ ৪র্থ বর্ষের (৪৬তম আবর্তন) শিক্ষার্থী রুকাইয়া সরকার পাখি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের (৪৭তম আবর্তন) শিক্ষার্থী এস এস মাহবুব মোরশেদ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন :
শিবগঞ্জে ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত
শিবগঞ্জের নিখোঁজ ২ কিশোরকে বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার

কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী (৪৭তম ব্যাচ) অর্পিতা বড়ুয়া প্রজ্ঞা।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন সানজিদা মমতাজ রিজু, মোস্তারিনা খন্দকার, নওশীন ঊলফাত সুকন্যা এবং দুরন্ত সাদাত মাহবুব।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম স্কেটিং ক্লাব হিসেবে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কেটার্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই স্কেটার্সদের জন্য কাজ করছে ক্লাবটি। এছাড়া নিয়মিত ওয়ার্কশপ ও নতুন সদস্যদের স্কেটিং প্রশিক্ষণের আয়োজন করছে সংগঠনটি।

জানুয়ারি ০৬.২০২১ at ১৯:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাউ/রারি