নড়াইলে “ ডাক্তার সিরিয়াল অ্যাপ ” এর উদ্বোধন

নড়াইলে “ ডাক্তার সিরিয়াল অ্যাপ ” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদ, নড়াইলের আয়োজনে এ অ্যাপের উদ্বোধন করা হয়।

এ অ্যাপের মাধ্যমে ঘরে বসে কোন প্রকার ভোগান্তি ছাড়াই ১-২ মিনিটের মধ্যে দেশের যে কোন বিশেষজ্ঞ/ অভিজ্ঞ ডাক্তারগনের সিরিয়াল দেয়া যাবে এবং বিডিং পদ্ধতিতে সর্বনিম্ন রেটে ঘরে বসে এ্যাম্বুলেন্স ভাড়া করা যাবে।

আরো পড়ুন :
খিলক্ষেতে গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১
নওগাঁয় ঘন কুয়াশা ও তীব্র শীতকে উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন খান নিলুর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ড. কালিদাস বিশ্বাস , সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, আ্যাপস এর উদ্ভাবক মো. মিল্টন শেখ। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

জানুয়ারি ০৫.২০২১ at ১৫:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি