কোটচাঁদপুরে জমি দখল ও অনলাইন এ্যাক্টিভিস্টকে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কোটচাঁদপুরে বিরোধীয় জমির স্থাপনা ভেঙ্গে নিজ দখলে নেয়া, অন-লাইন এ্যাক্টিভিস্ট কে পিটিয়ে আহত করা ও থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক সাফা উদ্দিন। শনিবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২৯ ডিসেম্বর সকালে হাসপাতাল পাড়ার তোয়াজ মন্ডল তার চাচাতো ভাই সাফা উদ্দিনের ভাড়া দেওয়া দোকান ঘর ভাঙ্গতে শুরু করেন। এসময় সাফা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘর ভাঙ্গতে বাধা দেন। খবর পেয়ে স্থানীয় অন-লাইন এ্যাক্টিভিস্ট রমজান আলী ঘর ভাঙ্গার ছবি তুলতে গেলে তোয়াজ মন্ডলের ছেলে পারভেজসহ তার লোকজন রমজান আলীকে পিটিয়ে আহত করে।

আরো পড়ুন :
ঘোড়াঘাটে মনোনয়নপত্র জমা দিলেন লাভলু
ক্ষেতলালে উৎসব ছাড়াই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় মডেল থানায় এ ঘটনায় মামলা দিলেও পুলিশ তা নেয়নি। থানার ভারপ্রাপ্ত মঈন উদ্দিন জানান, যেহেতু আঘাতের চিহ্নটি ৩২৩ ধারা অতিক্রম করেনি, সে কারণে আমরা মামলা নেয়নি।

তবে প্রাথমিক ভাবে জিডি নিয়ে আদালতে প্রসিকিউশন চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা পেলে নিয়মিত মামলা হবে। সংবাদ সম্মেলনে সাফা উদ্দিনসহ ঘর ভাড়াটিয়া শুকেশ ও আহত রমজান আলী উপস্থিত ছিলেন।

জানুয়ারি ০১.২০২১ at ২০:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরা/রারি