ক্ষেতলালে উৎসব ছাড়াই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলালে করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে কোন প্রকার উৎসব ছাড়াই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে ৩২ হাজার ৭০০ ও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক, মাদ্রাসা স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৮ হাজার বই বিতরণ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ জানান, এ বছর করোনার কারণে কোন প্রকার উৎসব ছাড়াই বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করে বই বিতরণ করা হয়েছে। তিনি জানান, এ বছর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৭ টি ও শিশু কিন্ডার গার্ডেন বিদ্যালয় ২৬ টিসহ মোট ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৯০০ জন শিক্ষার্থীদের মাঝে ৩২ হাজার ৭০০ টি বই বিতরণ করা হয়।

অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লা সরকার জানান, মাধ্যমিক স্তরের ১৯টি এবং ইবতেদায়ি ও দাখিল ১৭ টিসহ মোট ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীদের মাঝে ১ লাখ ৮ হাজার বই বিতরণ করা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী ২৫ হাজার বই হাতে না পাওয়ায় বিতরণ করা সম্ভব হয়নি।
১লা (জানুয়ারী) শনিবার বেলা ১০ টায়  স্বাস্থ্য বিধি মেনে ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যায় ও কলেজ মাঠে বই বিতরণের  উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক শাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লা সরকার, অত্র কলেজর অধ্যক্ষ এমেলী খাতুন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী খাঁ প্রমুখ।
জানুয়ারী ০১.২০২২ at ১৯:১৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শইশ/জআ