উলিপুর ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

কুড়িগ্রামর উলিপুরে উপজেলায় চতুর্থ ধাপ রবিবার (২৬ ডিসম্বর) ১৩টি ইউনিয়েন পরিষদর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চেয়ারম্যান পদ ২টিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ৩টিত আওয়ামী লীগের বিদ্রাহী, ২ টিত জাতীয় পাটি ও ২টিতে স্বত্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

এছাড়া ৪টি ইউনিয়ন বিভিন অভিযাগ বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হয়নি।জানা গেছে, হাতিয়া ইউনিয়ন পরিষদ নৌকা প্রতীক নিয় নির্বাচিত হয়ছন শায়খুল ইসলাম নয়া, দলদলিয়া ইউনিয়ন পরিষদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ছেন লিয়াকত আলী, বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়ছেন বাবলু মিয়া, পান্ডুল ইউনিয়ন পরিষদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, বজরা ইউনিয়ন পরিষদ ঘাড়া (বিদ্রাহী) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম সরদার, গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ঘাড়া (বিদ্রাহী) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মাখলছুর রহমান, ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদ ঘাড়া (বিদ্রাহী) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন এরশাদুল হক, ধামশ্রনী ইউনিয়েন পরিষদ মাটর সাইকল প্রতীক (স্বত্ত্র) নিয়ে নির্বাচিত হয়ছন রফিকুল ইসলাম ও থতরাই ইউনিয়ন পরিষদ আনারস প্রতীক (স্বত্ত্র) নিয়ে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান আতা উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে দূর্গাপুর ও তবকপুর ইউনিয়ন ব্যালট পেপার ও নির্বাচনী উপকরন ছিনতাই এর অভিযাগ চুড়ান্ত ভাবে ফলাফল করা হয়ছে।

আরো পড়ুন :
তাড়াইলে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুকে গণসংবর্ধনা
ফুলবাড়িতে হারিয়ে যেতে বসেছে কামারশিল্প

এছাড়া বুড়াবুড়ি ইউনিয়নর ১টি ও সাহবর আলগা ইউনিয়েন ১টি কেন্দ্রর ফলাফল রিটানিং কর্মকর্তার কার্যালয় সোমবার বিকাল পর্যন্ত না পেছানায় এ দুইটি ইউপির বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করা সম্ভব হয়নি বল নির্বাচন অফিস জানায়।উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

ডিসেম্বর ২৮.২০২১ at ২৪:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নদা/রারি