নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত

“সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব এইডস দিবস। বুধবার সকাল ১০টায় সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. রেজাউল করিম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, ডা. অনিন্দিতা ঘোষ, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা অফিসার মোল্যা ফুরকান আলী প্রমুখ।

আরো পড়ুন :
বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় -হুইপ ইকবালুর রহিম এমপি
বদলগাছীতে ১৫ লাখ টাকায় আয়া পদে নিয়োগের অভিযোগ

স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন।

ডিসেম্বর ০১.২০২১ at ১৫:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি