জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিঠে গর্ভবতী মহিলাসহ ৪ জন আহত

 বুধবার (১ ডিসেম্বর) সকাল ৮ ঘটকায় বগুড়া কাহালু উপজেলার কালাই ইউনিয়ন পিলকুঞ্জ ফকির পাড়ায় জমিজমা সংক্রান্ত বিবাদের জেড়ে প্রতিপক্ষের, মারপিঠে গর্ভবতী মহিলা সহ ৪ জন আহত হয়ে দুপঁচাচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন:
ভারতের পেট্রাপোল বন্দরে স্পট করোনা পরীক্ষায় দূর্ভোগে যাত্রীরা
জয়পুরহাটে আসহায়দের মাঝে ব্র্যাকের শীতবস্ত্র বিতরণ

আহতরা হলেন উল্লেখিত গ্রামের হেলাল উদ্দিনের গর্ভবতী স্ত্রী জান্নাতি( ৩২) ও শিশুকন্যা সাদিয়া( ৫)। বেলালের স্ত্রী কুলসুম (২০) এবং হাসেনর পুত্র জিল্লাল(২০) গ্রামবাসী জানান, হেলালের সাথে ওই গ্রামের মুনসুরের জমিজমা সংক্রান্ত বিবাদের সুবাদে এই মারপীঠের ঘটনা ঘটে। এই ব্যাপারে মুনসুরের সাথে যোগাযোগ করে পাওয়া যায় নি।

ডিসেম্বর ০১.২০২১ at ১৪:৫৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শব/এমএইচ