জয়পুরহাটে আসহায়দের মাঝে ব্র্যাকের শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাটে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় তিলকপুরের আখিড়া গ্রামের শতাধিক হতদরিদ্র, ছিন্নমুল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আখিড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে আখিড়া গ্রামের অসহায় মানুষ ও ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের সদসদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

আরো পড়ুন:
যশোর জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আট বিচারক বদলি
ভারতের পেট্রাপোল বন্দরে স্পট করোনা পরীক্ষায় দূর্ভোগে যাত্রীরা

আখিড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি নূর ইসলাম স্বপনের সভাপতিত্বে ও ব্র্যাকের তিলকপুর শাখা ব্যাবস্থাপক এনামুল হক সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভানেত্রী নাজমা আক্তার লাবনী, সিনিয়র টেকনিক্যাল অফিসার অরুণ কুমার রায়, কর্মসূচি সংগঠক নাসির উদ্দিন প্রমুখ।

চলতি বছরের কর্মসূচিতে জয়পুরহাট জেলায় কয়েক হাজার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে বলে জানান ব্র্যাকের সিনিয়র টেকনিক্যাল অফিসার অরুণ কুমার রায়। তিনি জানান, ব্র্যাকের পাশাপাশি সমাজের বিত্তবানরা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে অসহায় শীতার্ত মানুষগুলো শীত কাটিয়ে উঠবে।

ডিসেম্বর ০১.২০২১ at ১৪:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দপজ/এমএইচ