মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ মিছিল

গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সংঘটিত ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা নেতা ও কাস্তে প্রতীকের প্রার্থী ছাদেকুল ইসলামসহ পার্টির নেতা কর্মী ও নিরীহ মানুষের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছে কমিউনিস্ট পার্টি।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেল স্টেশন হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং ট্রফিক মোড়ে এসে শেষ হয়।
পরে পদক্ষেপ মিলনায়তনে পার্টির নেতাকর্মীরা সাধারণ সভায় মিলিত হয়। জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসানের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট আলতাফ হোসাইন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা নেতা তপন কুমার বর্মন, জাহাঙ্গীর আলম, সুপ্রিয়া দেব প্রমুখ।

বক্তারা বলেন, ন্যায়ের পক্ষে কথা বলা কমিউনিস্ট পার্টির কন্ঠরোধ করতেই গণমানুষের নেতা মিহির ঘোষসহ নেতা কর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেয়া হয়েছে। সরকার দলীয় প্রার্থী ভোট ডাকাতি করেছে তা আড়াল করতেই এই মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে দাবি তাদের। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

নভেম্বর ২৬.২০২১ at ১৬:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সকব/জআ