হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশ

শেষ ওভারের শেষ বলে প্রয়োজন ২ রান। কিন্তু শেষ বলটিকে আর ঠেকাতে পারলো না বাংলাদেশ। বাউন্ডারি মেরে দিলেন মোহাম্মদ নওয়াজ। শেষ ম্যাচে উত্তেজনা ছড়িয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় নার্ভ ধরে রাখতে পারেনি। শেষ টি-টোয়েন্টি পাকিস্তান জিতে নিয়েছে ৫ উইকেটে। তাতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

সব নাটক জমা রেখেছিল শেষ ওভার। ৬ বলে প্রয়োজন ৮ রান। টি-টোয়েন্টি এমনই এক খেলা, এক-দুই বলেই গতি-প্রকৃতি পাল্টে যায়। মাহমুদউল্লাহ বোলিংয়ে এলে হয়েছেও তাই। প্রথম বলে কোনও রান নিতে পারেননি সরফরাজ। বরং ১৯.২ ওভারে ক্যাচ দিয়ে ফিরেছেন। পরিস্থিতি আরও কঠিন হয়ে যায় পরের বলে হায়দার আলী ৩৮ রানে ফিরে গেলে। হ্যাটট্রিক সম্ভাবনার বলে অবশ্য ৬ মেরে দলকে কক্ষপথে রাখেন ইফতিখার। চরম নাটকীয় মুহূর্তে ইফতিখার ক্যাচ দিয়ে ফিরলে পাকিস্তান আবারও চাপে পড়ে যায় তখন। কিন্তু শেষ বলে যখন ২ রান প্রয়োজন, তখন আর রান চেক দিতে পারেননি মাহমুদউল্লাহ। ৫ উইকেট হারানো দলটিকে জয়ের স্বাদ পাইয়ে দেন নওয়াজ। তাও আবার চার মেরে। তাতে ৫ উইকেটের জয় নিয়েই মাঠ ছেড়েছে সফরকারীরা।

বাংলাদেশের দেয়া ১২৫ রানের লক্ষ্যে বাট হাতে শুরুটা বেশ সাবধানে করে পাকিস্তান। ৬. ৬ ওভারে দলীয় ৩২ রানে অধিনায়ক বাবর আজম আউট হন। তিনি ২৫বলে ১৯ রান করেন। তবে উইকেট হারিয়ে চাপে পড়েনি পাকিস্তান। দলের হাল ধরেন মোহাম্মদ রেজওয়ান। কিন্তু দলীয় ৮৩ রানে খেই হারান তিনি। টাইগার পেসার শহিদুলের বলে বোল্ড হন রেজওয়ান। তিনি সাজঘরে ফেরার আগে ৪৩ বলে ১ছক্কা ও ২ চারের সাহায্যে ৪০ রান করেন। এরপর বাকি পথ পাড়ি দেয়ার চেষ্টা করেন হায়দার আলী। কিন্তু তাকে হাফসেঞ্চুরি বঞ্চিত করেন মাহমুদউল্লাহ। তার বলে ৪৫রান করে আউট হন হায়দার। এরপর জয় তুলে নিতে কষ্ট করতে হয়নি পাকিস্তানকে।

আরো পড়ুন:
শিবগঞ্জে চার শিক্ষকের বিদায় সংবর্ধনা
রাকাবের ঋণ আদায় মহাক্যাম্প শুরু

তাছাড়া এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ। তবে দলীয় ৭ রানে নাজমুল হোসেন শান্ত আউট হলেও চাপে পড়েনি বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন শামীম ও নাঈম। তারা দুজন ব্যাট হাতে ঝড় তুলেছেন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ব্যাক্তিগত ২২ রানে আউট হন শামীম। এরপর ক্রিজে আসেন আফিফ। তিনি তারাহুরো করে খেলতে গিয়ে ব্যাক্তিগত ২০ রানে সাজঘরে ফিরেন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে দলীয় ১১১রানে আউট হন নাঈম। তিনি ৫০ বলে ২চার ও ২ ছক্কার সাহায্যে ৪৭ রান করেন। এছাড়া ১৪ বলে ১৩ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপর নিয়মিত উইকেট হারালে আর বড় সংগ্রহ তুলতে সক্ষম হয়নি টাইগাররা।

নভেম্বর ২২.২০২১ at ১৯:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ